কবিতা:ছাত্ররা কি পারবে,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার, ভারত
তারিখ:08.08.2024
_____________________
ছাত্ররা পেরেছে,
করেছে যেটা করার।
প্রশ্ন এখন ছাত্রদের কাছে,
যেটা কেউ পারলনা,
পারবে কি আটকাতে তারা,
নারীদের প্রতি যাতে হয়না অত্যাচার,
পারবে কি তারা সমাজের বুকের থেকে
ধর্ষণ ধুলিস্যাৎ করতে ?
নারীদের অপমান বন্ধ করতে,
রাতে নারীরা নিশ্চিন্তে প্রয়োজনে বের হতে
পারবে কি?
___________________

ليست هناك تعليقات:
إرسال تعليق