السبت، 17 أغسطس 2024

কবিতা:এক আকাশ কল্পনা, কবি: প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার,ভারত

 কবিতা:এক আকাশ কল্পনা,

কবি: প্রিয়াংকা নিয়োগী, 

কোচবিহার,ভারত

তারিখ:17.08.2024

_____________________

         স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে কলোনী,

তাতেও লুকিয়ে ছিলো শাসকের চোখ রাঙানি।

এ শাসক একেকজন একেক রকমের।

        জন্মানোর পর ভোর উপভোগে পেতাম স্নিগ্ধ 

মাখা গন্ধ,

ধরে নিয়েছিলাম তা সারাজীবনের প্রাপ্য,

এখন বুঝি আরো কতো লড়াই দেখার সাক্ষ।


     শান্তিপূর্ণ জীবনে ফুরফুরা মনে একে বেঁকে চলি,

অন্যের কষ্ট সমস্যা ভাগ বসায় হওয়ার জন্য 

প্রতিবাদী।


     শিক্ষায় শিক্ষিত হয়ে চাই শিক্ষিত সমাজ,

চারদিকে দেখলাম শিক্ষিতর মধ্যেও শিক্ষা কম।


          খুব ভালো করে একে অপরকে সহযোগিতা করব,

একটু বুঝতে পারলেই বোঝা যায় ডালমে কুছ কালো।


    

           আমি চাই না কোনো যুদ্ধ,

জলুনিরা যে করেই ফাঁদে ফেলতো।


         এক মুক্ত আকাশ চেয়েছিলাম,

যার তলে নানা জাতি ধর্ম একসাথে বাস করব,

পৃথিবীটাকে সুন্দর করে তুলব।


       

           ভেবেছিলাম সবার আপন হবো,

এখন দেখি নিজেরাই নিজের শত্রু।

                   

          _________________



ليست هناك تعليقات:

إرسال تعليق