الأربعاء، 26 مايو 2021

কবিতা:ক্ষোভ,,,,কলমে:প্রিয়াংকা নিয়োগী,

 



দৈনিক প্রতিযোগিতা
কবিতা:ক্ষোভ,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:18.05.2021
পোস্টের তারিখ:27.05.2021
____________________
মনুষ্যত্ব হারাচ্ছে,
ক্ষোভের আগুনে জ্বলে থাকা প্রাণ,
কেড়ে নিচ্ছে অন্যের জান।
একবারও ভাবে না তারা,
জীবনহানি নয় শেষ সমাধান।
ক্ষোভের কারণেও নারীকে কখনও হতে হয় ধর্ষনের স্বীকার,
সেই পাষন্ডগুলোর বিচার কোথায়?
ঈর্ষা পরায়ন হয়ে উঠে ক্ষোভের বস্মীভূত ঘটায়
সমাজ ও পরিবেশের মাঝে,
নিজের জ্বালা মেটাতে ঝাপিয়ে পড়ে সমাজের সুখ নষ্ট করতে।
গালি,কর্দমাক্ত করা হয় প্রকৃতিকে,
সেই থেকে আপনি যাবেন না বেঁচে।
ক্ষোভ হোক হিংসা দূর করার,
ধর্ম হোক অন্যের "অন্যের ধর্ম পালনে" সহায়তা করার,
সমতা হোক আলিঙ্গনের মুল মন্ত্র,
যুক্তি হোক পৃথিবীটাকে সুন্দর করে তোলার।
ক্ষোভের বিস্ফোরণে কেউ উন্নত জীবনে পৌছায়।
জীবনে নীচু বা হেও হওয়ার লজ্জা,
মনে ক্ষোভ তৈরি করে,
যা এক বিশেষ জায়গায় পৌছে দেয়।
ক্ষোভকে যদি নেওয়া যায় ভালো দিকে,
তাহলে সবকিছুই ভালো হবে।
______________

ليست هناك تعليقات:

إرسال تعليق