الأحد، 23 مايو 2021

কবিতা: তোমার সুরে,,,,কলমে:প্রহিয়াংকা নিয়োগী,

 



দৈনিক প্রতিযোগিতা
কবিতা: তোমার সুরে,
কলমে:প্রহিয়াংকা নিয়োগী,
❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:20.05.2021
পোস্টের তারিখ:24.05.2021
____________________
তোমার সুরে সুর বেধেছি,
মেলাচ্ছি তালে তাল,
লয়ে লয়,
সুরে সুরান্বিত হচ্ছে ভালোবাসার ছন্দালয়।
ভালোবাসার গানে রাখতে চাই তোমারে,
সুর দেব যে নতুন নতুন,
এইভাবে পার করে দেবো আবেগের সময়।
হৃদয়ের ঝংকার পূর্ণতা পায়,
ভালোবাসার মানুষটির পাশে থাকার যথার্থতায়,
পাখনা মেললে মন,
মন যে ময়ুর হয়ে যায়।
তোমার ভালোবাসা ও সুরের ছন্দে,
মন নৃত্য করে বেড়ায়।
________________

ليست هناك تعليقات:

إرسال تعليق