الأربعاء، 12 مايو 2021

দৈনিক প্রতিযোগিতা ...কবিতা: মন ভালো রাখতে,

 



দৈনিক প্রতিযোগিতা
কবিতা: মন ভালো রাখতে,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
❤
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:09.05.2021
পোস্টের তারিখ: 12.05.2021
__________________________
মন ভালো রাখতে,
সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করতে হবে।
মনকে বিশুদ্ধ রাখতে হবে,
অন্যের ভালো হবে করতে,
হিংসা ও বিশৃঙ্খলা মন থেকে দুর করতে হবে,
ঝগড়া,অশান্তির থেকে দুরে থাকতে হবে।
সুকাজ করতে হবে সর্বদা,
তাতেই ভালো যাবে থাকা,
দান-ধ্যান করলে তাতে নাকি পাওয়া যায়,
মানসিক সন্তুষ্টি আলাদা।
নাচ,গান,তবলা,অঙ্কন,আবৃত্তি,গীটার,
ইত্যাদি,ইত্যাদি করলে,
তাতে যে মনটা আরও ভালো হয়ে থাকে,
মন যে ফুলের মতো হয়ে ওঠে।
যোগা ও স্কিপিং যদি যায় প্রতিদিন করা,
তাহলে সজীব থাকে শরীর ও মানসিকতা।
তবে কখনও যদি যোগা ও স্কিপিং করলে বা শারীরিক ভাবে থাকে অসুবিধা,
সেক্ষেত্রে এসব করা মানা।
নিজেকে যত রাখা যাবে পরিষ্কার পরিচ্ছন্ন,
ততই মনে থাকবে প্রফুল্ল।
যত ভালো কাজ করা যাবে,
ততই মন ভালো থাকবে।
নিজের মন ভালো থাকলে,
অন্যের মনকে খুশি করা যাবে।
ঘুরতে গেলে সবুজ দেশে,
কখনো পাহাড়,কখনও সমুদ্র,
আবার কখনও বা ঐতিহাসিক স্থান,
সেটা মন ভালো রাখার অন্যতম মাধ্যম।
মনকে ভালো রাখতে যা যা করা দরকার,
তা করতে হবে,
তবে কখনো খারাপ কিছু গ্রহণ না করে।
"সর্বত্তোম পন্থা হোলো" সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা,
সেটি রাখতে পারলেই নাকি "সর্বত্রই সবসময়"
যায় "খুশি থাকা"।
________________

ليست هناك تعليقات:

إرسال تعليق