কবিতা:ঐ বালুচর
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:20.05.2021
________________
ঐ বালুচরে ঘর বাধার স্বপ্ন দেখাতো,
জলে আল্পনা দেওয়ার মতো।
ক্ষণস্থায়ী কাজের মতো,
কিছুক্ষণ পর একাই গুড়িয়ে যাবে।
বারবারতো দূরের কথা,
একবার করলেই যেন সময় বৃথা।
তাই ঐ বালুচর থেকে ,
বালু আনা যেতে পারে প্রয়োজনের জন্য,
আর বিকেলে মনের মানুষটিকে নিয়ে
যাওয়া যেতে পারে,
সুন্দর বিকেলটাকে উপভোগ করার জন্য,
ঐ বালুচরে কখনও যদি ক্যাকটাসের ফুল দেখতে পাই,
তাহলে প্রেমিকের হাতে ভালোবাসার উপহার হিসেবে তুলে দিব।
_____________

ليست هناك تعليقات:
إرسال تعليق