কবিতা:আমরা সবাই শ্রমিক,
কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
তারিখ:01.05.2021
_________________
বলতে পারো,
শ্রমিক কে নয়!
শ্রম বিক্রি করে যারা,
প্রত্যেকেই শ্রমিক তারা।
কেউ বা সরকারি কর্মচারী,
কেউ বা ব্যক্তিগত মালিকানাধীন,
তাহলে শ্রমকে পর্যায়ক্রমে হয় কেন ভাগ করা ?
স্থান-কাল-পাত্র অনুযায়ী,
শ্রমের বিভিন্নতার ধরণ অনুযায়ী,
পদবি হয় রকমারি,
সেই ভাবনাতেই অনেকে করে পদের বাহাদুরী।
ভুলেই যায় তারাও তাদের শ্রমের জন্যই দরকারি।
শুধুমাত্র তাদের শ্রমিক বলতে ভালোবাসি,
যাদের শ্রমের পরিমাণটা অনেক বেশি।
কখনও ভেবে দেখেছি কি,
আমরাওতো শ্রম দেই,
তাহলে আমরাও শ্রমিক?
ভাবলে পরে বুঝতে পারব,
শ্রমের রাজ্যে শ্রম যারা দেই,
তারা-আমরা সবাই শ্রমিক।
______________

ليست هناك تعليقات:
إرسال تعليق