কবিতা: বাঁচার ইচ্ছে,
কবি:প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী,ভারত,
তারিখ:29.04.2021
পোস্টের তারিখ:30.04.2021
__________________
বাঁচার ইচ্ছে-
বাচঁতে স্বপ্ন দেখায় বাড়ে বাড়ে,
বাঁচার আশায় বুকে আশা বাধে অনেক কিছুর মাঝে,
রঙিন দিন আসার স্বপ্ন বুনে কল্পনার জালে।
ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে,
কিছু না পাওয়ার মাঝেও "বেঁচে থাকে"
শয়ে শয়ে,
নতুন দিন হয়ত অনেক কিছু দেবে এই ভেবে।
জীবনের রঙিন দিন বাঁচার ইচ্ছেকে
বাড়িয়ে তোলে দীর্ঘায়ুর দিকে।
এমন একটি রঙ্গিলা জীবন পেয়ে,
কার না ইচ্ছে করে একটু বেশি বাচঁতে।
ইচ্ছেগুলোর বিভিন্নতার কারণে,
জীবনকাটায় একেকজন একেকরকমভাবে,
কারো কারো ক্ষেত্রে ভাগ্যের পরিহাস,
জীবনে গড়ে তোলে কষ্টের বাস।
অনেকে অচেষ্টার কারণে,
কুচেষ্টার জন্যে কু এর সাথী হয়,
কখনও নিজের বাঁচার ইচ্ছের তাগিদের জন্যই,
অন্যের জীবন ধ্বংসে লিপ্ত হয়।
আবার কখনও সব আশা-আকাঙ্খা শেষ হয়ে যাওয়ায়,
আর কোনো রাস্তা খুজে না পাওয়ায়,
বাঁচার ইচ্ছেই শেষ হয়ে যায়।
তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে এমনভাবে,
যাতে যেকোনো পরিস্হিতিতেই বাচার ইচ্ছে,
জিয়ে থাকে মনে।
সেই সব কিছুর থেকেই দূরে থাকতে হবে,
যা মনকে ভঙ্গুর করে।
হাজার প্রতিকূল পরিস্হিতির মধ্যেও,
নিজের জন্য নিজেই যথেষ্ট হতে হবে,
কারণ এই জীবনে জীবন "দামি" সবথেকে,
আর এই জীবননামক বিষয়কে,
একমাত্র "বাঁচার ইচ্ছেই"
কখনও বাঁচার জন্য বেঁচে থাকা,
আবার কখনও বাচার মতো করে বাঁচতে সাহায্য করে বাঁচার তাগিদ জোগায়।
__________________

ليست هناك تعليقات:
إرسال تعليق