কবিতা: তোলপাড়,
কবি: প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত
তারিখ:14.06.2024
পোস্টের তারিখ:16.06.2024
একি কান্ড করল গজু,
পারা শুদ্ধ হুলুস্থুলু,
ভুত সেজে ভয় দেখিয়েছে পাড়ার এক বুড়োকে,
মাঠে বুড়ো হুঁকো ছেড়ে বাঁচার জন্য দৌড়াঁচ্ছে।
হাঁপাতে হাঁপাতে গিয়ে উঠল পাশের এক বাড়িতে,
বুড়োর চিৎকারে তোলপাড় কান্ড বাঁধে সেখানে।
কেউ ভাবল আগুন লেগেছে,
কেউ ভাবল এক্সিডেন্ট,
কেউ ভাবল ছেলে ধরা এসেছে।
বুড়োর কথায় ভয় পাচ্ছে অনেকে,
ভেবেই বসল চলাফেরা তবে সাবধানে।
ওখানেই একজন ছিলো
গজুর সম্পর্কে একটু জানতো,
বুঝতে অসুবিধে হয়নি একটুও,
এ ভুত গজু ছাড়া আর কেউ নয়কো।
___________________

ليست هناك تعليقات:
إرسال تعليق